Header Ads

শীতকালে মিলনের ইচ্ছা জাগে কেন?






মিলনের ইচ্ছা সারা বছরই থাকে প্রায় প্রত্যেকের। কিন্তু সেটা তো গ্রীষ্মকালীন আবহাওয়ায় প্যাচপেচে ঘামের মধ্যেই সারতে হয়। যদিও মধ্যবিত্তের অনেকের বেডরুমেই এখন এসি এসে গিয়েছে।
তবুও কৃত্রিম ঠান্ডার চেয়ে প্রাকৃতিক শীতলতায় উষ্ণতার খোঁজে থাকে উষ্ণ দম্পতিরা। শীতকাল এলেই মিলনের আগ্রহ বাড়ে চারগুণ। কিন্তু শীতেই কেন ভাদ্র মাসের কাম জাগে, জেনে নিলে মন্দ হয় না।
১. প্যাচপেচে ঘাম নেই!
নিজের শরীর থেকেই যদি কুলকুল করে ঘাম ঝরতে থাকে, সঙ্গীর ঘামটা সহ্য হবে কীভাবে? এ তো চর্বি গলানো ঘাম নয়। এ হল শরীর থেকে সব জল বেরিয়ে যাওয়ার ঘাম। ফলে গরমে শরীর কষে যায়। অনেক ঘামে মিলনের স্পৃহা হারায়। কিন্তু শীতে সে চিন্তা নেই। ঘাম হয়, কিন্তু সেক্স করতে করতে। চর্বি গলানো ঘাম।
২. লেপের যাদু!
শীত এলেই একে একে বেরোতে থাকে লেপ, বালাপোশ, কম্বল। গুটিসুটি শুরু হয়। সেই নরমগরম ব্যাপারটা যৌনতাকেও আরও বেশি মুচমুচে করে তোলে।
৩. শীতে শরীরকে গরম রাখার সহজ উপায়
অনেক শীতে শরীরকে গরম করতেও সেক্স দারণ এক্সারসাইজ। কনকনে হাড়হিম অনুভূতি থেকে রেহাই মেলে। আড়ষ্টতা কাটিয়ে শরীরকে করে তোলে ঝরঝরে।
Theme images by Jason Morrow. Powered by Blogger.