Header Ads

বিরাট কোহলি-আনুশকার বিয়ের এক্সক্লুসিভ কিছু ছবি


বিয়ে করছেন কবে? এমন প্রশ্নের উত্তর একটা সময় বেশ যত্নের সঙ্গেই এড়িয়ে গেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তবে ভবিষ্যতে আর লুকানোর প্রয়োজন পড়ছে না দুজনের সম্পর্ক। ইন্ডিয়া টু ডে বলছে, ১১ ডিসেম্বর সকালে ইতালিতে গাঁটছড়া বাঁধেন ভারতীয় অধিনায়ক কোহলি ও বলিউডকন্যা আনুশকা।

যেকোনো সময় দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা আসতে পারে। বিবাহোত্তর সংবর্ধনা ২৬ ডিসেম্বর।
২০১৩ সালে শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে প্রেমের শুরু ২৯ বছর বয়সী কোহলি ও আনুশকার। এরপর চার বছর চুটিয়ে করেছেন প্রেম। শুরুতে দুজনে সম্পর্কের কথা হেসে উড়িয়ে দিলেও পরে ঠিকই স্বীকার করেন।
মাঝখানে সম্পর্ক ভাঙনের সংবাদ গণমাধ্যমে চাউর হয়। কিন্তু ঠিকই শেষপর্যন্ত একে অপরকে জীবনসঙ্গী করলেন বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় কোহলি ও নায়িকা আনুশকা।
দেখুন বিয়ের সময়ের এক্সক্লুসিভ কিছু ছবি…





Theme images by Jason Morrow. Powered by Blogger.