Header Ads

তিন বউ নিয়ে অশান্তিতে মোশাররফ করিম !


দেশীয় টেলিভিশনের তারকা মুখ মোশাররফ করিম। দর্শকদের আনন্দ দিলেও নিজের ঘরে সুখ নেই তার। তিন বউ নিয়ে অশান্তিতে রয়েছেন এই অভিনেতা। তবে বাস্তবে নয়, ‘শুকনো পাতার নূপুর’ শিরোনামের একটি ধারাবাহিকে দেখা যাবে তার অশান্তির চিত্ররূপ।

নাটকের গল্পে দেখা যাবে, ‘বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান হেলাল। তিন তিনটি বউ নিয়ে তার সংসার। গ্রামে অনেক সহায় সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন অনেক আগেই। সন্তান-সন্ততির আশায় হেলালের মা হেলালের দুই বিয়ে দেয়। কিন্তু দুই বিয়ে করার পরও কোনো সন্তান না হওয়ায়, হেলালের মা তাকে আবার বিয়ে করানোর জন্যে ওঠে পরে লাগে। এদিকে বড় বউ উর্মিলা শ্রাবন্তী কর ও ছোট বউ মন্দিরার মধ্যে দ্বন্দ্ব-বিচ্ছেদ লেগেই থাকে।
হেলালের সঙ্গে বড় বউ ও ছোট বউয়ের সম্পর্কের টানাপোড়েন, হেলালের মায়ের সঙ্গে হেলাল ও তার বউদের সম্পার্কের পট পরিবর্তনকে এ নাটকে তুলে ধরা হয়েছে বাস্তবতা ও হাস্য কৌতুকের মাধ্যমে। তৃতীয় বিয়ের অভিজ্ঞতা নিয়ে কেমন কাটছে হেলালের দিনকাল জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।
শাহাজাদা মামুনের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ। আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায় নাটকটির প্রচার শুরু হবে।
Theme images by Jason Morrow. Powered by Blogger.